সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে রাখতে খোলা বাজারে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার । ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মাধ্যমে দেশ ব্যাপি ৪৫ টাকা মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করে। এরই ধারা বাহিকতায় নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র বেগমগঞ্জ- চৌমুহনীর দুই ব্যবসায়ী মেসার্স বাকার এন্ড কোং ও বাংলাদেশ ফুড নামে দুই ব্যবসায়ীকে ডিলার হিসাবে নিয়োগ দেন জেলা প্রশাসক তন্ময় দাস। একদিন অন্তর সকাল ১০টা থেকে ট্রাক সেলের মাধ্যমে বেগমগঞ্জ উপজেলা পরিষদের সামনে জন প্রতি ১কেজী করে ৪৫ টাকা মূল্যে বিক্রি করা হয়। বাকার এন্ড কোং এর স্বত্বাধিকারী মোঃ জিলন জানান, মজুদ সাপেক্ষে আমরা জেলা ব্যাপি বিক্রি করে যাবো। সরকারের এই উদ্যোগে অসাধু ব্যাবসায়ীরা পেঁয়াজের দাম কমাতে শুরু করেছে।এতে করে ২৫০টাকার পেঁয়াজ ১০০-১১০ টাকায় নেমে এসেছে। সচেতন মহল মনে করেন সরকার বাজার মনিটরিং করলে ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে পেঁয়াজ সহ দ্রব্যমূল্য।