“আমরা দূর্নীতির বির”দ্ধে একতাবদ্ধ” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা কালেক্টরেট চত্তরে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। র্যালীতে জেলা প্রশাসক মো.মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক শাওন মিয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো.মুজবুর রহমানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দূর্নীতিকে না বলুন এবং দূর্নীত প্রতিরোধে সকলকে সচেতন হয়ে কাজ করার আহবান জানান।