আন্তজার্তিক দূর্নীতি বিরোধী দিবস ২০১৯’ উপলক্ষে কালীগঞ্জে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে দূনৃীতি প্রতিরোধ কমিটি কালীগঞ্জ শাখা ও উপজেলা প্রশাসনের আয়োজনে শহরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেইন বাসষ্টান্ডে এক মানববন্ধন করে। এরপর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিতে অনুষ্টিত আলোচনা সভাতে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু। সভাতে বিশেষ অতিথি ছিলেন, দূর্নীতি প্রতিরোধ কমিটির কালীগঞ্জ শাখার সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম ও প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুল ইসলাম।
বক্তাগন বলেন, সরকারের একার পক্ষে দেশকে দূর্নীতি মুক্ত করা সম্ভব নয়। এজন্য দূর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। সকলের সন্মিলিত প্রচেষ্টায় আমরা একটি দূর্নীতিমুক্ত দেশ গড়তে পারব।
দূর্নীতি প্রতিরোধ কমিটির কালীগঞ্জ শাখার সদস্য সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াসের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, দূর্নীতি প্রতিরোধ কমিটির কালীগঞ্জ শাখার সদস্য সচিব প্রথম আলোর সাংবাদিক আজাদ রহমান, সদস্য কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাংবাদিক শাহাজান আলী সাজু ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তাবৃন্দ।