২০২২ সালের মধ্যে মরন ব্যাধি জাতীয় জলাতংক নির্মূলে বেওয়ারিশ কুকুর কে টিকাদান প্রয়োগ কর্মসূচীর সফল করতে ঝিনাইদহ কালীগঞ্জে এক অবহিতকরন সভা অনুষ্টিত হয়েছে। রোববার বিকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর হলরুমে অনুষ্টিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। এ সেমিনারে মুল বিষয়বস্তুর উপর আলোকপাত করেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের এমডিভি প্রকল্পের বিশেষজ্ঞ ডাঃ মুজিবুর রহমান।
উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডাঃ হুসায়েন সাফায়াতের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুজ্জামান, হাসপাতালের ডাঃ সম্পা মোদক, ডাঃ সুলতান আহম্মেদ, ডাঃ দিলশাদ, কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মন্জুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, মহিবুল ইসলাম মন্টু, একরামুল হক সংগ্রাম, রাজু আহম্মেদ রনি লস্কর, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারন সম্পাদক সাবজাল হোসেন ও হাসপাতালের অফিস ইনচার্জ মাইনুর হোসেন সহ হাসপাতালের অন্নান্য কর্মকর্তাগন।
ইউনিয়ন স্বাস্থ্য সহকারী কামরুজ্জামানের সঞ্চালনায় ও স্বাস্থ্য অধিদপ্তরের রুপ নিয়ন্ত্রক শাখার বিশেষজ্ঞ ডাঃ মুজিবর রহমান সেমিনারে জানান, জলাতংশ একটি ভয়ানক মরনব্যাধি। এ থেকে পরিত্রান পেতে স্বাস্থ্য মন্ত্রনালয় এক কর্মসূচি গ্রহন করেছে। তা হলো কুকুরকে জলাতংক প্রতিষেধক ভ্যাকসিন টিকাদানের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়িত হবে। এ উপলক্ষে ১১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্ষন্ত এ উপজেলার ১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নে কুকুরকে টিকা প্রদান কার্ষক্রম চলবে। তিনি আরো জানান, পৌরসভাতে ৫ টি ও প্রতিটি ইউনিয়নে ১ টি করে টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে ২ জন দক্ষ কুকুর ধরার লোক, ১ জন টিকা দানকারী, ১ জন ডাটা কালেক্টর ও ১ জন ভ্যান ড্রাইভার নিয়োজিত থাকবে। টিম গুলি প্রতিটি স্থানে শতকরা ৭০ ভাগ কুকুরকে ধরে টিকা ভ্যাকসিন দিবেন। উল্লেখ্য কুকুরকে জলাতংক প্রতিষেধক টিকা প্রদান করলে কুকুরের হার্ড ইউনিটি তৈরি করে তা জলাতাংক রোগের ঝুকি কমাবে।