নওগাঁর পোরশায় এক ব্যাক্তির সদ্য রোপনকৃত বিভিন্ন প্রজাতীর দু’টি আম বাগানের অর্ধশত আমগাছ কেটে নিয়ে গেছে দর্বৃত্তরা। গাছের মালিক উপজেলার আমদা গ্রামের নজরুল ইসলামের ছেলে আসাদুজ্জামান ও তার মেয়ে রোমেসা খাতুন জানান, সুতরইল ও আমদা মৌজায় তাদের নিজ মালিকানার প্রায় এক একর জমির উপর অর্ধশতাধীক আমগাছ তারা রোপন করেন। কিছুদিন পূর্বে রোপন করা আমগাছ গুলি রোববার দিবাগত রাতে দূর্বৃত্তরা সব কেটে নিয়ে চলে যায়। এ ব্যাপারে ভুক্তভুগিরা থানায় অভিযোগ করবেন বলে জানান। পোরশা থানা কর্মকর্তা ইনচার্জ শাহিনুর রহমান জানান, এ ব্যাপারে তার কাছে কেউ আসেনি। অভিযোগ করলে ব্যবস্থা নিবেন বলে জানান।