রংপুরের তারাগঞ্জে প্রশাসন ও জনপ্রতিনিধি যোগসাজসে তিন লাখ টাকা বানিজ্যে ট্রাক্টরের লাঙ্গলের ফলায় জড়িয়ে মর্মান্তিকভাবে নিহত সেই কিমোরের লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই এলাকার জনমানুষের মধ্যে আলোচনা-সমালোচনা ঝড় উঠেছে।
উল্লেখ্য, গেল শনিবার রংপুরের তারাগঞ্জে ট্রাক্টরের নিচে পড়ে ঘুরন্ত লাঙলে কাটা পড়ে লিটন ইসলাম (১০) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত লিটন উপজেলার ইকরচালী ইউনিয়নের দোহাজারী গ্রামের এজার উদ্দিনের ছেলে। ২ দিনের ছুটিতে এসে শখের বসে দোহাজারী মাঠে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন ওই গ্রামের আজিজার রহমানের ছেলে পুলিশ কনস্টেবল লিটন মিয়া (২১)। লিটন ইসলাম জমি চাষ করা দেখতে গিয়ে ওই ট্রাক্টরের ওপর চালকের পাশে বসেছিল। জমি চাষের একপর্যায়ে ট্রাক্টরের এক চাকা আলে উঠে গেলে ঝাঁকুনি খেয়ে লিটন ট্রাক্টর থেকে ছিটকে পড়ে। চলন্ত ট্রাক্টর তাঁর ওপর দিয়ে গেলে ঘুরন্ত লাঙলে তাঁর শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলে লিটন মারা যায়। খবর পেয়ে তারাগঞ্জ থানার পুলিশ ও তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল কর্মী ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত পুলিশ সদস্যের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে অভিযুক্ত পুলিশ সদস্যের বাবা আজিজার রহমান লাল্টু মুঠোফোনে বলেন, দুর্ঘটনা ঘটার পর আমি আর বাড়িতে ছিলাম না। এলাকার চেয়াম্যানরা এক ইউপি সদস্যের বাড়িতে বসে প্রশাসন, চেয়ারম্যান, মেম্বার ও কয়েকজন সাংবাদিকের মধ্যস্ততায় ৩ লক্ষ টাকায় মিমাংসা করা হয়েছে। এর মধ্যে প্রশাসন, জনপ্রতিনিধিগণ ও সাংবাদিকদের জন্য ১ লাখ ৫০ হাজার ও নিহত পরিবারের জন্য ১ লাখ ৫০ হাজার। টাকা তো দিয়েই দিয়েছি, তবু কেন রিপোর্ট করার জন্য মন্তব্য নিচ্ছেন ভাই?। দয়া করে আর লেখালেখি কইরেন না।
এ ব্যাপারে তারাগঞ্জ থানার এসআই মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষত-বিক্ষত লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃতের পরিবারের আবেদনে লাশ হস্তান্তর করা হয়েছে।
তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) জিন্নাত আলী বলেন, এলাকাবাসী মৃত্যু লাশ দিতে অস্বীকৃতি জানালে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে। আর পুলিশ সদস্য লিটন কোন থানায় কর্মরত আছেন তা আমার জানা নাই।