উপজেলার ঘোপাল এলাকায় বালু মহাল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোঃ সিরাজ নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। রবিবার বিকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঘোপালের সমিতি বাজার একায় অবৈধ বালু মহল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার ও ঘোপাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মানিকের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। সে বিরোধের জের ধরে রবিবার দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় নিহত সিরাজ গুলিবিদ্ধ হয়ে মারা যায়।নিহত সিরাজ নিজকুঞ্জরা গ্রামের আবদুল কাদেরের ছেলে।
স্থানীয়রা আরো জানায় নিহত সিরাজ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার গ্রুপের সদস্য। আহতদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত জোবায়ে হোসেন পারভেজকে আশংকা জনক অবস্থায় চট্রগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন জানান, এই ঘটনায় মোঃ সিরাজ নামের একজন নিহত হয়েছে। তিনি বলেন, খবর শুনে পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।