আশাশুনিতে লোকাল অথরিটি মেনটারিং বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সুশীলন ক্ষমতায়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান। ক্ষমতায়ন প্রজেক্টের জেলা সমন্বয়কারী টিপু সুলতানের পরিচালনায় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা রকিবুল হক, পিআইও সোহাগ খান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, আশাশুনি উপজেলা কৃষিপণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল কুদ্দুছ, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় প্রজেক্টের কার্যক্রমের আওতায় বাস্তবায়িত কার্যক্রম ও গৃহীত কর্ম পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়।