রাজবাড়ীর বালিয়াকান্দিতে অপহৃত দশম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে পুলিশ উদ্ধার করেছে। এসময় ২জন অপহরণকারীকে গ্রেফতার করেছে।
রোববার ভোরে বড়হিজলী এলাকা থেকে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এসময় কালুখালী উপজেলার বড়পাতুরিয়া চরপাড়া গ্রামের রাশেদুল কাজী ওরফে নাসিরউদ্দিনের ছেলে রহিম কাজী, মোঃ শাহীন কাজী কে গ্রেফতার করা হয়। সকালে গ্রেফতারকৃত ২জনকে রাজবাড়ী আদালতে সোপর্দ করাসহ উদ্ধারকৃত ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য বলেন, উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী জুলফিকার সিদ্দিকীয়া ওয়াজেদিয়া আলীম মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী কে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে রহিম কাজী প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কু-প্রস্তাব দিতো। ওই ছাত্রী বিষয়টি তার অভিভাবকদের জানালে তারা রহিম কাজীর অভিভাবকদের অবগত করে। এতে রহিম কাজী ওই ছাত্রীকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে।
গত ২৮ সেপ্টেম্বর সকাল পৌনে ১০ টার দিকে বাড়ী থেকে বের হয়ে মাদ্রাসায় যাওয়ার জন্য রওনা হয়ে বড়হিজলী গ্রামের মোল্যাপাড়া জামে মসজিদের সামনে পৌছালে কালুখালী উপজেলার বড়পাতুরিয়া চরপাড়া গ্রামের রাশেদুল কাজী ওরফে নাসিরউদ্দিনের ছেলে রহিম কাজী, মোঃ শাহীন কাজী , সোহরাব কাজী ও লতিফ মোল্যার ছেলে তুহিন মোল্যা সহ অজ্ঞাতনামা ২-৩জন আগে থেকেই মহেন্দ্রগাড়ী নিয়ে ওৎপেতে থেকে জোড়পুর্বক ওই ছাত্রীকে গাড়ীর মধ্যে প্রবেশ করায়। ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাকে তুলে নিয়ে চলে যায়। এব্যাপারে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে ৪জনকে আসামীকে মামলা দায়ের করে।
অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত ২জনকে রাজবাড়ী আদালতে সোপর্দ করাসহ উদ্ধারকৃত ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।