উৎসবমুখর পরিবেশ ও নিñিদ্র নিরাপত্তার মধ্যদিয়ে তালা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে রোববার বেলা ১১টায় কুমিরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সকলের সর্বসম্মতিক্রমে শেখ নুরুল ইসলামকে সভাপতি ও ঘোষ সনৎ কুমারকে সাধারণ সম্পাদক, সহ-সভাপতি খোরশেদ আলম, শেখ আবদুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমান, মোঃ মোজাফ্ফর রহমান, ইমদাদুল হক টুটুলসহ ১১জনকে নির্বাচিত এবং নাম ঘোষণা করা হয়।
প্রথম অধিবেশনে সম্মেলনের শুরুতে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষনা করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহম্মেদ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের উপস্থাপনায় প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল-মাহমুদ স্বপন এমপি, বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন-আওয়ামীলীগ তৃণমুল মানুষের ভালবাসায় চিরদিন বেঁচে থাকবে। সাধারন জনগন আমাদের নেতা বানিয়েছে। নেতা হতে হলে কর্মীবান্ধব হতে হবে। শেখ হাসিনা দেশের অর্থনীতির চাকাকে সচল করে সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছেন। আওয়ামী লীগ মাটি ও মানুষের রাজনীতি করে। এ সরকার দেশের মানুষের উন্নয়ন ও সমৃদ্ধির পথ দেখিয়েছে। তিনি আরও বলেন আগামীতে নৌকার প্রতীকের প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সাতক্ষীরা-২ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান,সম্মে§লন প্র¯‘িত কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহম্মেদ, যুগ্ম সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক প্রনব ঘোষ বাবলুসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।