যশোরের কেশবপুরে অফিসার ইনচার্জের (ওসি) নামে চাঁদাবাজির অভিযোগে উপজেলার মজিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলামসহ ৩ জনের নামে থানায় মামলা হয়েছে। ৭ ডিসেম্বর ( শনিবার) উপজেলার শ্রীরামপুর গ্রামের আবদুল গফফার সানা বাদি হয়ে কেশবপুর থানায় মামলাটি করেছেন যার নং-০৩।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২ ডিসেম্বর শ্রীরামপুর গ্রামের মৃত আব্দুল গনি সানার ছেলে আবদুল গফফার সানাকে নাশকতা মামলা থেকে রক্ষা করার আশ্বাস দিয়ে কেশবপুর থানার ওসি’র নামে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন একই গ্রামের আসলাম সানা ও লালু মহলদার। এ সময় নিজেকে রক্ষা করতে আবদুল গফফার সানা সাড়ে ৯ হাজার টাকা আসলাম সানার হাতে তুলে দেয়। পাশাপাশি ঘটনাটি মোবাইল ফোনে রেকর্ড করে রাখা হয়। এ ঘটনায় গত ৭ ডিসেম্বর (শনিবার) চাঁদাবাজির অভিযোগে আবদুল গফফার সানা বাদি হয়ে আসলাম সানা, লালু মহলদার ও মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলামকে আসামী করে থানায় একটি মামলা করেন যার নং-০৩। শনিবার রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। থানায় আটক আসলাম সানা সাংবাদিকদের জানান, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলামের নির্দেশে আবদুল গফফারের কাছ থেকে টাকা নিয়ে শহিদুল ইসলামকে দেয়া হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু সাঈদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে পুলিশের নামে চাঁদা আদায়সহ ভয়ভীতি, হুমকি ও নাশকতা মামলায় ঢোকানোর অভিযোগে মামলা হয়েছে। রোববার সকালে আটককৃতদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।