জননেত্রী সৈনিকলীগের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ সেলিম বলেছেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা। তিনি দেশ-বিদেশে তথা বিশ্ব দরবারে প্রশংসিত। একইভাবে তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়ও নিজ কর্মগুণে সাধারণ মানুষের ভালবাসা অর্জন করেছেন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আওয়ামীলীগ সরকার বার বার ক্ষমতায় থাকা দরকার। স্বাধীনতার পর এই সরকারের আমলে সর্বাধিক উন্নয়ন হয়েছে। সকল ক্ষেত্রেই সরকার সফল হয়েছে। আর যারা আওয়ামীলীগ সরকারের বিরোধিতা করছেন তারা নিজেরাই দুর্নীতিতে নিমজ্জিত। বিএনপির কেন্দ্রীয় নেতারা কর্মীশূণ্য হয়ে পড়েছেন। কারণ; নেতারা কথা আর কাজে এক নয়। তাই জনগণও বিএনপিকে প্রত্যাখান করেছেন। আন্দোলনের ডাক দিলে তারা নিজেরাই ছারখার হয়ে যাবে। তবে আওয়ামীলীগ সরকারের সমর্থন বেড়েছে। প্রধানমন্ত্রীর দুর্র্নীতি এবং সন্ত্রাসকে বাংলাদেশ থেকে বিদায় করার পরিকল্পনা নিয়েছেন।
কোন দুর্র্নীতিবাজকে তিনি ছাড় দিচ্ছেন না। এতে সরকারের প্রতি সর্বস্তরের মানুষের আস্তা আরো বেড়ে গেছে। তাই বিএনপি-জামায়াতের যে কোন ষড়যন্ত্র আমরা সহ্য করবো না। আওয়ামীলীগের বিরুদ্ধে কোন অপপ্রচার করলে আমরা ঘরে বসে থাকবো না। জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও এই সরকারের জন্য রাজপথে লড়াই করবো। আজ রবিবার সকালে চট্টগ্রাম সিটি রিক্সা শ্রমিকলীগ এবং জননেত্রী সৈনিকলীগের যৌথ আয়োজনে দুর্নীতি বিরোধী এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের হালিশহরের সবুজবাগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় উক্ত দুটি সংগঠনের ৪১ওয়ার্ডের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। উক্ত সভায় বক্তব্য রাখেন শ্রমিকলীগ নেতা মহিউদ্দিন গাফফার, প্রদীপ কোম্পানী, ইউছুপ কোম্পানী, আলাউদ্দিন কোম্পানী, মিন্টু কোম্পানী, ছালাউদ্দিন কোম্পানী, দিদার কোম্পানী, ওয়াহাব কোম্পানী, মালেক কোম্পানী, নবী হোসেন কোম্পানী, মহিউদ্দিন কোম্পানী, আবদুর রহিম কোম্পানী, আলী আজগর, নুরুল আলম, রফিক কোম্পানী, বাবলু কোম্পানী, মো. সবুজ, মো. হান্নান ও মো. কাদের প্রমুখ।
চট্টগ্রামে দুর্র্নীতি বিরোধী অভিযান আরো জোরদার করার আহবান জানিয়ে সভায় সেলিম বলেন, এই শহরে প্রায় দেড়লক্ষ ভ্যান গাড়ী চলছে। এরমধ্যে লাইসেন্স আছে মাত্র ৮হাজার ভ্যানগাড়ীর। এছাড়া ব্যাটারী চালিত এবং প্যান্ডেল চালিত হাজার হাজার রিক্সা প্রতিনিয়ত চলাচল করছে। এই সকল রিক্সা গ্যারেজের কোন লাইসেন্স নেই। সিটিকর্পোরেশন এই সকল রিক্সা, ভ্যানগাড়ী এবং গ্যারেজের লাইসেন্স বাবদ কোটি কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত। এতে সিটিকর্পোরেশনের রাজস্ব আদায়ের বাস্তব কোন পদক্ষেপ দেখছিনা। এই সমস্ত রিক্সা পুলিশকে চাঁদা দিয়ে চলছে। বার বার আমরা অবৈধ রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছেনা। চট্টগ্রামে রিক্সা ছাড়াও ফিটনেস বিহীন যে কোন গাড়ীর বিরুদ্ধে জোরালো অভিযান চাই।
সাম্প্রতিক নিত্যপণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে সেলিম বলেন, চাল এবং পেয়াজের দাম বৃদ্ধিতে যারা জড়িত; তারা গ্রেফতার না হওয়ায় আমি হতবাক হচ্ছি। যে সমস্ত ব্যবসায়ী সিন্ডিকেট করে এসবের দাম বাড়িয়ে দিয়েছেন তারা কারা? তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর বিচার করা হোক। বিভিন্ন জায়গায় আওয়ামীলীগের নেতৃত্বে নতুনরা আসছেন জানিয়ে সেলিম বলেন, এটা দলের মধ্যে একটা ভাল লক্ষণ। কারণ; এক নেতা জনপ্রতিনিধি আবার দলের গুরুত্বপুর্ণ দায়িত্বে থাকার কারণে দলের অন্যরা কোন সুযোগ-সুবিধা পায়না। আগামী কেন্দ্রীয় সম্মেলনে হয়তো সাধারণ সম্পাদকের পদেও নতুন মুখ আসতে পারে। এতে হতবাক হওয়ার কিছু নেই। এটা আমরাও চাই। দলের জন্য মঙ্গল হবে।
সন্ত্রাস এবং মাদক নিয়ে সেলিম বলেন, সরকার মাদককে নিমূল করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করছেন। এই মাদক ব্যবসায় প্রশাসনের কেউ জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হচ্ছেনা। দলের নাম বিক্রি করে যারা সন্ত্রাস করছেন তাদেরকে ছাড় দেওয়া ঠিক নয়। যারা সন্ত্রাস লালন করছেন তারা সেই সন্ত্রাসের দ্বারাই ক্ষতিগ্রস্ত হবেন। তবে আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক, সন্ত্রাস এবং দুর্নীতির বিরোধে জিরো টলারেন্স। যত ক্ষমতাবানই হোক; তিনি ছাড় দিচ্ছেন না। সুতরাং মাদক এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ দেখতে পাব অচিরেই। এজন্য গণমাধ্যম কর্মীরাও আমাদেরকে সহযোগিতা করতে হবে।