বাগেরহাটে ট্রাকের চাপায় জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) মোঃ রেজাউর রহমান নিহত হয়েছেন। রোববার (৮ ডিসেম্বর) দুপুর ৩ টায় খুলনা বাগেরহাট মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কর্মকর্তা মোঃ রেজাউর রহমান বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন। মাগুরা জেলার তিনি শ্রীপুর উপজেলার গসিয়ারা গ্রামে তার বাড়ি।
প্রত্যক্ষদর্শী পুলিশের উপপরিদর্শক (এসআঅই) হাফেজ মোঃ নুর হোসেন বলেন, তিনটার দিকে কোর্ট থেকে দায়িত্ব পালন শেষে একটি মোটর সাইকেল যোগে আদালত এলাকা থেকে বের হয়ে সড়ক পার হচ্ছিলেন রেজাউর রহমান। এ সময় বাগেরহাট থেকে খুলনা-গামী একটি ট্রাক তাকে চাপা দেয়। তিনি হেলমেট পরিহিত ছিলেন। ট্রাকের চাপায় তার হেলমেট চূর্নবিচূর্ন হয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যায়।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, ট্রাকটির বেপরোয়া গতির কারণেই এই দূর্ঘটনা ঘটে। পুলিশ সদস্য নিহত হন। এই ধরণের গুরুত্বপূর্ন স্থাপনার সামনে থেকে এত দ্রুত গতিতে যানবাহন চালানো উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
বাগেরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল বলেন, পেশাগত দায়িত্বরত অবস্থায় ট্রাকের চাপায় আমাদের সহকর্মী এসআই মোঃ রেজাউর রহমান নিহত হয়েছেন। আমরা ট্রাকটিকে জব্দ করেছি। তার মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তার মৃত্যুতে জেলা পুলিশ গভীরভাবে শোকাহত। ট্রাকের চালক ও চালকের সহযোগীকে আটকের চেষ্টা চলছে।