টঙ্গীর পূর্ব আরিচপুরে খাদিজা আক্তার (২০) নামে এক গার্মেন্টকর্মী পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গতকাল রোববার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত খাদিজা টঙ্গী বিসিকের বেঙ্গল ফ্যাশন নামক একটি গার্মেন্ট কারখানায় অপারেটর পদে চাকরি করতেন।
পুলিশ জানায়, খাদিজা স্বপরিবারে ওই এলাকার ছিদ্দিক মিয়ার বাড়ির ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। খুটিনাটি বিষয়াদি নিয়ে পারিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা কাটাকাটির কারণে তার মনে ক্ষোভের সৃষ্টি হয়। এরই জের ধরে খাদিজা গত শনিবার রাত সাড়ে ১০ টার দিকে বাথরুমের দরজা বন্ধ করে রডের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে টঙ্গী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত খাদিজা কিশোরগঞ্জ জেলার নিকলী থানা এলাকার আলিয়াপাড়া গ্রামের হারিছ মিয়ার মেয়ে।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।