নেত্রকোনার দুর্গাপুরে ট্রাক চাপায় প্রানগেল ৭২ বছর বয়সী এক বৃদ্ধার। রোববার(৮ নভেম্বর)সকাল পৌনে ১০টার দিকে শুকনাকুঁড়ি ফিসারি মোড়ে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
সূত্রে জানাগেছে, ঐ বৃদ্ধ কাকৈরগড়া ইউনিয়নের ভাউরতলা গ্রামের মৃতঃ হাছেন আলীর পুত্র। নিহত মিয়া উদ্দিন সকাল ৮টার দিকে নিজ বাড়ী হতে বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় রাস্তার দক্ষিনদিক থেকে আসা ট্রাক অভার ট্রেকিং করতে গিয়ে বৃদ্ধকে চাপাদিলে ঘটনাস্থলেই নিহত হয় ঐ বৃদ্ধ। ট্রাকের চাপায় শরীরে পুরো অংশ তেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা দাওয়া করেও আটকাতে পারেনি বলে জানাগেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করে নিহতের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে। এ রিপোর্ট রিখা পর্যন্ত কোন অভিযোগ বা মামলা হয়নি বলে জানান পুলিশ।