ঝিনাইদহের ৩টি উপজেলা ও পৌর শাখার কমিটিতে অযোগ্য ও বিতর্কিতদের স্থান দেওয়াসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শনিবার সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ঝিনাইদহ জেলা বিএনপি কার্যালয়ে তিনি বিএনপির বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতাদের বক্তব্য গ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, সহ তথ্য বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, জেলা বিএনপির আহ্বায়ক এস.এম মসিউর রহমান, হামিদুল ইসলাম, মাহাবুবুর রহমান, সাবেক এমপি শহীদুজ্জান বেল্টু, সদস্য সচিব এম. এ মজিদ, আতিয়ার রহমান, নজরুল ইসলাম, মাহবুব রহমান মিলন প্রমুখ।
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, কমিটি নিয়ে নেতাদের বক্তব্য শুনেছি। আমি একটি প্রতিবেদন তৈরি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠাবো।
দীর্ঘ এক যুগ পর ঝিনাইদহের ৪টি উপজেলা ও পৌর শাখা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করে জেলা কমিটি। কিন্তু এরমধ্যে ৩টি উপজেলা ও পৌর শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে। কমিটিতে অযোগ্য ও বিতর্কিতদের স্থান দেওয়ায় কমিটি গুলো স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। এসব অভিযোগের ভিত্তিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
ঝিনাইদহ জেলা বিএনপি সুত্রে জানা গেছে, ২৮ অক্টোবর হরিণাকুন্ডু উপজেলা ৪১ সদস্য ও পৌর শাখা ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় এবং একই তারিখে ৪১ সদস্য বিশিষ্ট শৈলকুপা উপজেলা ও ৩১ সদস্য বিশিষ্ট পৌর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নভেম্বর মাসের ৭ তারিখে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উপজেলা কমিটি ৪১ সদস্য বিশিষ্ট ও পৌর কমিটি ৩১ সদস্য বিশিষ্ট ঘোষণা করা হয়। এসকল কমিটি গুলো অনুমোদন করেন ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক এস.এম মসিউর রহমান ও সদস্য সচিব এম. এ মজিদ।
এসব কমিটিতে অযোগ্য ও বিতর্কিতরা স্থান পেয়েছে বলে অভিযোগ নেতাকর্মীদের। এসব অভিযোগ বিএনপির কেন্দ্রীয় কমিটিতে লিখিত ভাবে জানালে কেন্দ্রীয় কমিটি এই কমিটির কার্যক্রম স্থগিত করে।