সিরাজদিখানে দ্বিধা দন্ধের মধ্যে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলার সিরাজদিখান উচ্চবিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামীগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান। সম্মেলনে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. মহিউদ্দিন।
প্রধান বক্তা হিসেবে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ শেখ লুৎফর রহমান ও বিশেষ অতিথি হিসেবে মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন একটি মহল এই সম্মেলনকে বানচালের চেষ্টা করছে। এই কুচক্রি মহল বিএনপি জামাতের সাথে মিলে নিজেদের মধ্যে দ্বিধা-দ্বন্দের সৃষ্টি করছে যাতে সম্মেলন না হয়। কিন্তু সকল বাধা পেরিয়ে সুষ্ঠু সুন্দর ভাবে আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সময় বক্তারা কাউন্সিলরদের প্রতি বলেন, আপনার যোগ্য, দক্ষ এবং সৎকেই নির্বাচিত করবেন। যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকে।
সম্মেলনে বিকেল ৪টায় প্রথম অধিবেশন শেষ হয়। পরে বিকাল ৫ টায় দ্বিতীয় অধিবেশনে উপজেলা অডোটরিয়ামে শুরু হয়। মৌখিক প্রস্তাবনায় সভাপতি মহিউদ্দিন ও সাধারন সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের নাম ঘোষণা করা হয়। এ সময় আর কোন প্রাথীর নাম প্রস্তাব না আসায়। পুনরায় হাজী মহিউদ্দিন আহমেদ সভাপতি ও আলহাজ¦ আবু বকর সিদ্দিককে সাধারণ সম্পাদক ঘোষণা করেণ জেলা সভাপতি আলহাজ¦ মো. মহিউদ্দিন।
এ বিষয়ে উপজেলা সাধারণত সম্পাদক এস.এম সোহরাব হোসেন সাংবাদিকদের জানান, উপজেলা আওয়ামী লীগের এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেই সম্মেলন কেন্দ্রীয় কমিটির নির্দেশ না থাকা স্বত্বেও অনুষ্ঠিত হয়। তাই আমিসহ অনেক কাউন্সিলর এই সম্মেলন বয়কট করেছি।
সাবেক আ.লীগের উপ কমিটির সহ সম্পাদক গোলাম সারোয়ার কবির বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের কাছে আমি বসে ছিলাম সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন ভাইকে বলছে কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক সম্মেলন স্থগিত করার জন্য। পরে আবার সম্মেলন করার মৌখিক অনুমতি দিলেও দ্বিতীয় অধিবেশন না করার জন্য নিষেধাজ্ঞা দেন ওবায়দুল কাদের সাহেব।
সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আ.লীগের যুগ্ন সম্পাদক এড. সোহানা তাহমিনা, সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, শেখ রাসেল ক্রিড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী, আ.লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. গিয়াস উদ্দিন, গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ.লীগ সাধারণ সম্পাদক মো.আমিরুল ইসলাম, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিন প্রমুখ।