আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে বার্ষিক কর্ম সম্পাদনা পুরস্কার বিতরনী সভায় শ্রেষ্ঠত্ব অর্জনকারীদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহিন। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। মেডিকেল অফিসার ডাঃ সাইফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সউদ বিন খায়রুল আনাম, সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, সিনিয়ন স্টাফ নার্স কল্পনা রানী ও স্বাস্থ্য সহকারী মোক্তারুজ্জামান স্বপন। বিগত বছরের কাজের মান যাচাই ও বিশ্লেষণ করে নির্বাচিত স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি, নার্স, মাঠ কর্মচারী, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং অফিস স্টাফদের (১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী) ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি সিভিল সার্জন শেখ আবু শাহিন ভাল কাজের জন্য পুরস্কার প্রাপ্তদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, কেবল আশাশুনিতে নয় জেলার মধ্যে সেরা হওয়ার জন্য মন প্রাণ দিয়ে কাজ করতে হবে। তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অরুন ব্যানার্জীকে স্বাস্থ্য কমপ্লেক্সকে উন্নয়নের ছোয়ায় ভরে তোলা এবং সেবা ও কাজের মান উন্নয়নের জন্য বলিষ্ঠ ভূমিকার রাখায় ধন্যবাদ জ্ঞাপন করেন।