আশাশুনি উপজেলার শ্রীউলায় চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসী স্টাইলে ব্যবসা প্রতিষ্ঠানে ঘন্টাব্যাপী হামলা, লুটপাট ও হত্যার হুমকীর ঘটনা ঘটেছে। এব্যাপারে হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মৎস্য সেটের সভাপতি ইয়াই বক্স সানা বাদী হয়ে শতাধিক ব্যবসায়ীর উপস্থিতিতে দাখিলকৃত এজাহারে জানাগেছে, মাড়িয়ালা গ্রামের আমির হোসেন জোয়াদ্দারের পুত্র শামিমুজ্জামান পলাশ, বকচরের সামাদ সানার পুত্র সুজায়েত, হাজরাখালী গ্রামের আলী হালদারের পুত্র জিয়ারুলসহ ৭/৮ জন ২/৩ মাস আগে থেকে তাদের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল। টাকা না দিলে কাটায় ব্যবসা করতে দেবেনা বলে হুমকী দেয়। এরই ধারাবাহিকতায় গত ৫ ডিসেম্বর সকাল ৮ টার দিকে তারা লোহার রড, হকস্টিক, চাইনিজ কুড়াল, রামদা এবং লাঠিসোঠা নিয়ে মৎস্য সেটের সভাপতি এলাইবক্স ও ব্যাপারী সিরাজুলকে বেধড়ক মারপিট শুরু করে, গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করে। ভীতসন্ত্রস্ত হয়ে কাটার মালিকরা যে যার মত জীবন বাঁচাতে পালাতে থাকে। হামলাকারীরা নগদ ২০ হাজার টাকা নিয়ে বাকী টাকা এক সপ্তাহের মধ্যে দিতে হুমকী দেয়। খবর পেয়ে এসআই বিজন কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থানে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়।
শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল বলেন, পলাশ একজন প্রাইমারী শিক্ষক, কু-কর্মের দায়ে বহুদিন অবসরে আছে। মাড়িয়ালা মৎস্য সেটের সকল ব্যবসা প্রতিষ্ঠান থেকে এপর্যন্ত ৩০ লক্ষাধিক টাকা নিয়েছে। বর্তমান ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে তাদের বিরুদ্ধে মামলা বিচারাধীন আছে। গত ২ মাস আগে চাঁদা না দিতে পারায় বকচর গ্রামের মৃত আব্দুর রউফ সরদারের ছেলে আব্দুল হাকিমকে শাবল দিয়ে আঘাত করলে গুরুতর জখম হয়। মামলায় জেলখেটে জামিনে এসে আবারও বহাল তবিয়তে অপকর্ম করে চলেছে বলে তিনি জানান। এবিষয়ে সাংবাদকিদের পক্ষ থেকে শিক্ষক পলাশের সাথে কথা হলে তিনি বলেন, উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝির কারনে তুচ্ছ একটি ঘটনা ঘটে। এসআই বিজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমাদের মধ্যে মিমাংসা করে দেন। আমার ব্যাপারে যে অভিযোগটি করা হয়েছে তা সঠিক নয়।