কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) সনৎ কুমার সাহা বলেছেন আমাদের ৩০লাখ মে. টন পেঁয়াজ দরকার। সেই পেঁয়াজ আমরা যাতে উৎপাদন করতে পারি সেই কারণে আপনাদের কাছে এসেছি। তিনি বলেন দেশের উৎপাদিত শিংহ ভাগ পেঁয়াজ আপনারা উৎপাদন করে থাকেন। আপনারা এখন থেকে আরো বেশি বেশি পেঁয়াজ চাষ করবেন। আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করব। আমরা আর বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করতে চাই না।
তিনি শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের ইয়াছিন শেখের ডাঙ্গিতে পেঁয়াজ চাষিদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মতবিনিমিয় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) কমলা রঞ্জন দাশ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ পার্থ প্রতিম সাহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবতী। মতবিনিময় সভায় শতাধিক কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে সচিবগণ মুড়িকাটা পেঁয়াজ ক্ষেত পরিদশন করেন।