রাজবাড়ীতে ৭০ হাজার ৬ শত ডলারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলো, টাংগাইল জেলার কাজীবাড়ী গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে পারভেজ মিয়া ও মানিকগঞ্জ জেলার খলিলাবাদ গ্রামের কাদের আলীর ছেলে শওকত আলী।
শনিবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন।
তিনি বলেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে সদর উপজেলার বাগমারা এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের সদস্যরা।
সে সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা পদ্মা গড়াই পরিবহণের একটি বাস থেকে পারভেজ মিয়া ও শওকত আলীকে আটক করে। সেই সাথে তাদের পরনে থাকা হাফ প্যান্টের মধ্য থেকে ৭০ হাজার ৬শত মার্কিন ডলার উদ্ধার করে। বাংলাদেশের টাকায় প্রায় ৭০ লক্ষ টাকার ডলার উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।