রংপুরের পীরগাছায় সৈয়দপুর কারামতিয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বসির উদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়ম দুনীতির অভিযোগ পাওয়া গেছে। এমনকি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও গভার্নিং বডির সভাপতি বেশ ক’বার মাদ্রাসার সহকারি অধ্যাপক কোহিনুর বেগমকে বিধি মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের জন্য নিদের্শ দেয়া হলেও তিনি কর্নপাত করছেন না। এছাড়াও তার বিরুদ্ধে মাদ্রাসার ঘর বিক্রি, জমি বন্ধক রেখে প্রায় লক্ষাধিক টাকা আতœসাত করার অভিযোগ রয়েছে।
জানা গেছে, উপজেলার সৈয়দপুর কারামতিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষের মেয়াদ শেষ হলে গভার্নিং বডির কয়েকজন সদস্য যোগসাজসে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে বসির উদ্দিনকে গত ৩ সেপ্টেম্বর ২০১৯ নিয়োগ দেন। এ নিয়োগে জ্যেষ্ঠতার ভিত্তিতে না পাওয়া সহকারি অধ্যাপক কোহিনুর বেগম মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে গত ১৪ সেপ্টেম্বর একটি অভিযোগ করেন। এর প্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে গত ২৪ অক্টোবর কোহিনুর বেগমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের জন্য গভার্নিং বডিকে নিদের্শ দেন। পরে গভার্নিং বডির সভাপতি আব্দুল হাকিম সরদার গত ২ নভেম্বর এবং ২ ডিসেম্বর বসির উদ্দিনকে দায়িত্ব বুঝে দেয়ার জন্য নিদের্শ দিলেও তিনি কর্ণপাত করছেন না। এছাড়াও বসির উদ্দিনের বিরুদ্ধে মাদ্রাসার একটি টিনের আধাপাকা ঘর ৮২ হাজার টাকা নিলামে বিক্রি করে মাদ্রাসার তহবিলে জমা না দিয়ে আতœসাত করেন। এমনকি গভার্নিং বডির টিআর সদস্য আব্দুস সালাম ও অভিভাবক সদস্য রেজাউল করিমের যোগসাজসে বন্ধকি জমির উপর অতিরিক্ত ২০ হাজার টাকা গ্রহন করে পকেটস্থ করেন। বর্তমানে মাদ্রাসাটির শিক্ষক ও গভার্নিং বডির সদস্য এবং অভিভাবকদের মাঝে দ্বিধাদ্বন্দ সৃষ্টি হয়েছে। ফলে মাদ্রাসাটিতে পরিচালনা কার্যক্রমে মুখ থুবড়ে পড়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি টাকা আতœসাত করার কথা স্বীকার করে বলেন, দায়িত্ব অর্পনের চিঠি নিয়ম মাফিক না হওয়ায় আমি গ্রহন করিনি।
এ ব্যাপারে মাদ্রাসার গভার্নিং বডির সভাপতি আব্দুল হাকিম সরদার বলেন, পর পর দু’বার দায়িত্ব অর্পন এবং ঘর বিক্রি ও জমির টাকা মাদ্রাসার তহবিলে জমার নিদের্শ দেয়া হলেও তিনি কোন কর্ণপাত করছেন না।