রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা কর্তৃক কোতোয়ালি থানাধীন ১৬ নং ওয়ার্ডের রংপুর মেডিকেল মোড়স্থ যাত্রী ছাউনির ভিতরে, কোতোয়ালি থানা থেকে অনুমান ০৫ কি.মি, পশ্চিম, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর, হতে ৫ পিস ইয়াবাসহ আসামি মোঃ আরিফুল ইসলাম (৩০), পিতা- মোঃ মকবুল হোসেন, সাং- রামপুরা, থানা- কোতয়ালী, আরপিএমপি, রংপুর-কে হাতেনাতে গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানায় মামলা রুজু করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা কর্তৃক কোতোয়ালি থানাধীন ২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন রাস্তার উপর কোতোয়ালি থানা রংপুর হতে ৫ পিস ইয়াবাসহ আসামি মোঃ মেহেদী হাসান (২৪), পিতা- মোঃ গোলাম হায়দার, সাং- ধাপ কটকীপাড়া, থানা- কোতয়ালী, আরপিএমপি, রংপুর -কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা কর্তৃক কোতোয়ালি টেক্সটাইল মোড়স্থ আর.কে রোডের পূর্বে জনৈক মন্টি মিয়ার পান দোকানের সামনে, হতে ৭ পিস ইয়াবাসহ আসামি মোঃ রেজা হোসেন @ বাপ্পী (২৮), পিতা- মৃত আফতাব হোসেন, সাং- ধাপ কটকীপাড়া, রংপুর মহানগর, রংপুর-কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি বাবুপাড়া উত্তর সাজাপুর হতে ১০ পিস ইয়াবাসহ আসামি মোঃ মুসা মিয়া (৩৫), পিতা- মৃত ইউসুফ আলী, সাং- উত্তর সাজাপুর বাবুপাড়া, -কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানা পুলিশ পরশুরাম ০৪ নং ওয়াডের্র আমাশু মৌজাস্থ মোঃ নাজির হোসেন (নয়ন) এর আমাশু কুকরুল বাজারের মোবাইল সার্ভিসিং দোকানের সামনে রংপুর হতে ৩০ গ্রাম গাঁজাসহ মোঃ শাওন মিয়া @ আহসান হাবিব (২৩), পিতা-মৃতঃ আলম মিয়া, @ মাটিয়া পুলিশ, মোঃ হোসেন আলী @ বাবু (২৫), পিতা-মোঃ আমিনুল ইসলাম, উভয় সাং-আমাশু কুকরুল (পূর্বপাড়া), থানা-পরশুরাম, মহানগর রংপুর-কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা পুলিশ হারাগাছ থানাধীন বেনুঘাট মাঝাপাড়া গ্রামস্থ জনৈক দিনেশ, পিতা রমনী কান্ত এর মুদির দোকানের সামনে ২০ গ্রাম গাঁজাসহ আসামি মোঃ আশিক আলী (৩০), পিতা- মৃত আঃ ছাত্তার, স্থায়ী : গ্রাম- পরশুরাম (চিলার ঝাড়), থানা- পরশুরাম, রংপুর-কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত কোতোয়ালি থানায়-৬ জন, তাজহাট থানায়-৬ জন, মাহিগঞ্জ থানায়-১ জন, হারাগাছ থানায়-১ জন, পরশুরাম থানা-৪ এবং হাজিরহাট থানা-১ জনসহ মোট-১৯ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ(উত্তর ও দক্ষিণ) কর্তৃক সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২২৮ টি মামলা দায়ের করা হয়।