রংপুর নগরীর কেরানীপাড়ায় ডিস ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে মারধর করেছে দুর্বৃত্তরা। তাদের প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তায়হীনতায় ভুগছে ওই ব্যবসায়ীসহ পরিবারটি।
এ ঘটনায় দুর্বৃত্তদের গ্রেফতারসহ নির্বঘেœ ব্যবসা পরিচালনার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে শনিবার কেরানীপাড়ার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন হামলার শিকার ব্যবসায়ী এনামুল হক রনি।
সংবাদ সম্মেলনে রনি বলেন, গত ১০ বছর ধরে নিয়মমাফিক নগরীর কেরানীপাড়া এলাকায় ডিস লাইনের ফিডার হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছি। প্রায় ৩ বছর ধরে একই এলাকার শরিফুল, লিয়াকত আলী লাঞ্জু, বৃটিশ সুমন, খোকন ও পাশারিপাড়ার হাসিব ডিস ব্যবসা দখলে নিতে নানাভাবে হুমকি প্রদানসহ চাঁদা দাবি করে আসছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় বিভিন্ন সময়ে ৩টি সাধারণ ডায়েরি (জিডি) করি।
সংবাদ সম্মেলনে রনি আরও বলেন, এরই জেরে গত ১ ডিসেম্বর রাতে অভিযুক্তারাসহ আরও ৪/৫ জন তার কাছে প্রতি মাসে ১০হাজার টাকা করে চাঁদা দাবি করে। এতে রাজি না হওয়ায় লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। এ ঘটনার পর থেকে পরিবারের সকল সদস্য চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। পরে কোতোয়ালি থানায় এজাহার দায়েরসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেই।
অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারসহ নির্বিঘেœ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ও তিনিসহ পরিবারের অন্য সদস্যদের নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী এনামুল হক রনি।
সংবাদ সম্মেলনে তিনিসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মজনু মিয়া বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।