গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাকাইহাটে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
গত ২০ নভেম্বর বুধবার নাকাইহাটে প্রত্যেক ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়।প্রায় ১শ’ ৩৪ জন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে এ অর্থ প্রদান করা হয়। আর্থিক সহায়তা কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের গাইবান্ধা জেলা শাখার আমীর জননেতা ডাঃ আব্দুর রহিম সরকার। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা সেক্রেটারী আব্দুর করিম, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, উপজেলা আমীর মাওলানা আব্দুল বারী, সেক্রেটারী প্রভাষক আশরাফুল ইসলাম রাজু, জামায়াত নেতা ফয়জুল ইসলাম ,মশিউর রহমান শিবিরের গাইবান্ধা জেলা সভাপতি জাকিরুল ইসলাম নাকাইহাট বণিক সমিতির সভাপতি। আর্থিক সহায়তা কালে প্রধান অতিথি ডাঃ রহিম বলেন, জামায়াতে ইসলাম একটি গনতান্ত্রিক দল। প্রত্যেকটি দুর্যোগে জামায়াতে ইসলাম ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে। এরই ধারবাহিকতায় নাকাইহাটের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের জন্য জামায়াত সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়েছে। জামায়াত সব সময়ই জনকল্যানে কাজ করে থাকে। ভবিষ্যতেও জামায়াতের জনকল্যান মূলক কাজ অব্যাহত থাকবে।