শেষ মুহূর্তে জমে উঠেছে নড়াইল জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন। আগামী সোমবার (৯ ডিসেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত আছেন এবং ভোট প্রার্থনা করছেন। এরই অংশ হিসেবে শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কাসেম-রউফ পরিষদের প্রার্থীরা নড়াইল-লোহাগড়া সড়কের মাদরাসা বাসস্ট্যান্ড থেকে কালনাঘাট এবং লোহাগড়া-যশোর সড়কের কালনাঘাট থেকে ভিটাবল্যা পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার মোটরশোভাযাত্রা করে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন। এ ছাড়া মাদরাসা বাসস্ট্যান্ডে ভোটার ও শ্রমিকেরা পথসভা করেন। নির্বাচনে সভাপতি প্রার্থী আবুল কাসেম মোল্যা ও সাধারণ সম্পাদক আবদুর রউফ মোল্যা ভোট প্রার্থনা করে বলেন, আমাদের পরিষদ নির্বাচিত হলে শ্রমিকদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে।
এদিকে প্রতিদ্বন্দ্বী পরিষদে সভাপতি পদে মারুফ হাসান লিটন ও সাধারণ সম্পাদক পদে হাদিউজ্জামান নির্বাচনী মাঠে আছেন। তারাও নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদী।
নড়াইল জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে ১৩টি পদের বিপরীতে দু’টি প্যানেল থেকে ২৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোটার সংখ্যা ২ হাজার ২২৫জন।