আগামী ১০ ডিসেম্বর খুূলনা জেলা ও মহানগর আওয়ামীলীগের সম্মেলন সফল করার লক্ষে কয়রা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম মোহসিন রেজা। সভায় জেলা আওয়ামীলীগের সম্মেলন সফল করতে কয়রা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। কয়রা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরদারের পরিচালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ কেরামত আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মাষ্টার কফিল উদ্দীন, মুক্তিযোদ্ধা জি এম শাহাবুদ্দীন, মুক্তিযোদ্ধা এয়াকুব আলী, মোঃ ফজর আলী, ঢালী আমিরুল ইসলাম, এস এম হারুন অর রশিদ, এ্যাড. মোশাররফ হোসেন, এস এম বাহারুল ইসলাম, জাফরুল ইসলাম পাড়, শেখ কামরুল ইসলাম, আশুতোষ কুমার, দেবদাস সরকার, মাষ্টার খায়রুল আলম, আব্দুস সাত্তার সানা,আব্দুস সামাদ গাজী, নির্মল কুমার, গনেশ মন্ডল, সাবেক ছাত্রলীগ নেতা ইমদাদুল হক টিটু, মেজবাহ উদ্দীন মাসুম, রোকনুজ্জামান কাজল, তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু,সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল,আমিনুল ইসলাম বাদল সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।