লালদিঘি ময়দানে উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘এটি হয়তো আমার শেষ সম্মেলন। আজকে আমি আবেগের মধ্যে আছি। আমার সঙ্গে মঞ্চে যারা থাকতেন তাদের মধ্যে আক্তারুজ্জামান বাবু, আতাউর রহমান খান কায়সার, এবি এম মহিউদ্দিন চৌধুরী আজ আমার পাশে নেই।’ শনিবার (৭ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় সম্মেলনের উদ্বোধন ঘোষণাকালে তিনি এ কথা বলেন।
মোশাররফ হোসেন বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের বলবো উত্তর জেলা আওয়ামী লীগ প্রতিটি জেলায় সুসংগঠিত সংগঠন, প্রতিটি উপজেলায় আমরা সম্মেলন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব কর্মসূচির কথা বলছেন, আমরা সেসব কর্মসূচি অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি। তাছাড়া পরিচ্ছন্ন রাজনীতি করতে, আমরা প্রতিটি উপজেলায় পরিচ্ছন্ন নেতাদের নিয়ে কমিটি গঠন করেছি।’
তিনি বলেন, উত্তর জেলা আওয়ামী লীগের একটি ঐতিহ্য আছে, ১৯৮০ সালে স্বৈরাচারী জিয়ার বিরুদ্ধে যখন আমরা মিছিল করছিলাম নিউমার্কেট মোড়ে তখন আমাদের ওপর হামলা হয়, আমার পায়ের রগ কেটে দেয়া হয়। আমি তিন মাস পঙ্গুত্বের সঙ্গে লড়াই করেছি। ১৯৯২ সালে ফটিকছড়ি গিয়েছিলাম ছাত্রলীগের সম্মেলনে, সেখানে শিবির হামলা চালিয়েছিল। সেখানে আমার চোখের সামনে আমাদের কর্মীকে গুলি করে হত্যা করে, আমাকে লাঞ্ছিত করা হয়। ‘আমি চাই নেতারা আমাদের একটি সুন্দর কমিটি উপহার দেবেন। আমাদের নেতারা এমন কমিটি উপহার দেবেন, যারা চাঁদাবাজি করবে না। আমরা এমন নেতা চাই না যারা চাঁদাবাজি করবে।’
ভারাক্রান্ত হৃদয়ে তিনি আরো বলেন, আমি অনেককে হারিয়েছি, আতাউর রহমান খান কায়সারকে হারিয়েছি, এবি এম মহিউদ্দিন চৌধুরীকে হারিয়েছি, মান্নান ভাইকে হারিয়েছি, অনেককে হারিয়েছি। আমি আবার এমন কোনো সম্মেলন পাবো কি না জানি না। আমার জন্য দোয়া করবেন, আমি আজকের সম্মেলনের উদ্বোধন ঘোষণা করছি।
সম্মেলনে উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্ব উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দলটির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পানিসম্পদ উপমন্ত্রী ও সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।