জাতীয় পার্টির ঘাটি বলে খ্যাত এক সময়ে লালমনিরহাটের ৩টি সংসদীয় আসনই ছিল জাতীয় পার্টির (জাপা) দখলে। কিন্তু কেন্দ্রীয় ভাবে তদারকি ও জেলা কমিটিতে যোগ্য নেতৃত্বের অভাবে দলটিতে বর্তমানে হ-য-ব-র-ল অবস্থা বিরাজ করছে। বর্তমানে জেলার ৩টি সংসদীয় আসনের বিপরীতে সদর ছাড়া বাকি দুইটি আসনই আওয়ামী লীগের দখলে।
শুধু সংসদীয় আসনই নয়, দলীয় ভাবেও জেলা জাতীয় পার্টির অবস্থান ভেঙ্গে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। গত কয়েক বছরে জাতীয় পার্টির অনেক নেতা কর্মী দলত্যাগ করে আওয়ামী লীগ ও বিএনপিতে চলে গেছেন। অথচ একটা সময় জাতীয় পার্টির শক্তিশালী দুর্গ এবং শক্তিশালী ঘাটি হিসেবে পরিচিত ছিলো লালমনিরহাট জেলা।
দলত্যাগকারী জেলার সাবেক জাতীয় পার্টির নেতারা আওয়ামী লীগ ও বিএনপিতে তেমন মূল্যায়ন না পাওয়ায় তাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই আবারও জাতীয় পার্টিতে ফেরার স্বপ্ন দেখছেন এবং অনেকে ফিরেও আসছেন। আওয়ামী লীগে অনু-প্রবেশকারী সাবেক জাতীয় পার্টির নেতারা একটু আড়াল থেকে জাতীয় পার্টিকে সহযোগিতাও করছেন।
জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সেকেন্দার আলীর দাবি, লালমনিরহাট-১ আসনে একজন শিল্পপতি ও লালমনিরহাট-২ আসনে একজন সাবেক সেনা কর্মকতা দলের নেতৃত্বে আসতে পারেন। তারা আসলেই লালমনিরহাট জেলা জাতীয় পার্টির চেহারা পুরো পাল্টে যাবে। আগামী দিনে লালমনিরহাট জেলায় জাতীয় পার্টি (জাপা) চমক দেখাবে বলেও জানান তিনি।
জানা গেছে, জেলা জাতীয় পার্টির হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার নেতাকর্মীরা আওয়ামী লীগে, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার নেতাকর্মীরা বিএনপিতে এবং সদর উপজেলা জাতীয় পার্টির বেশ কিছু নেতাকর্মী আওয়ামী লীগ ও বিএনপিতে যোগদান করেছেন। কিন্তু তারা জাতীয় পার্টি ত্যাগ করে আওয়ামী লীগ ও বিএনপিতে যোগদান করলেও তেমন মূল্যায়িত হচ্ছেন না। ফলে তাদের মাঝে এক ধরণের ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছি। সেই ক্ষোভ থেকে আওয়ামী লীগ ও বিএনপিতে যোগদানকারী অনেক সাবেক জাতীয় পার্টির নেতা এখন বিকল্প চিন্তাও করছেন এবং নিজেদের পূর্বের দলে ফিরে আসছেন।
খোঁজ নিয়ে দেখা গেছে, জেলার হাতীবান্ধা ও পাটগ্রামে জাতীয় পার্টির সাবেক নেতারা আবারও জাতীয় পার্টিতে ফেরার চিন্তা করছেন। লালমনিরহাট জেলা আওয়ামী লীগের আগামী (১১ ডিসেম্বর) সম্মেলনে আ’লীগ তাদের পদ-পদবীতে মূল্যায়ন না করলে তারা আবার জাতীয় পার্টিতে ফিরে যেতে পারেন বলে অনেকে মনে করছেন। ইতিমধ্যে হাতীবান্ধা আওয়ামী লীগে যোগদানকারী জাতীয় পার্টির কয়েকজন সাবেক নেতা দলের চেয়ারম্যান জিএম কাদেরের সাথে দেখা করে কথাও বলেছেন। তারা জাতীয় পার্টিতে ফিরে আসলে এ জেলায় জাতীয় পার্টি আবারও প্রাণ ফিরে পাবে বলে দাবি দলটির মাঠ পর্যায়ের নেতা কর্মীদের।
জাতীয় পার্টির এক প্রভাবশালী নেতা হাতীবান্ধায় নিজের ব্যবসা দেখার আড়ালে জাতীয় পার্টিকে সু-সংগঠিত করছেন। দলের নেতা কর্মীদের সাথে সহযোগিতাসহ নিয়মিত যোগাযোগও রাখছেন। তাকে এ কাজে সহযোগিতা করছেন তার ব্যবসায়ী পার্টনার আওয়ামী লীগে অনুপ্রবেশকারী এক বড় নেতা। এ যেন আওয়ামী লীগের নেতার উপর ভর করে জাতীয় পার্টির নেতার আগমন।
তবে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সেকেন্দার আলীর দাবি, হাতীবান্ধায় দলের কেন্দ্রীয় সদস্য মোস্তফা সেলিম বেঙ্গল দলকে বিভিন্ন ভাবে সহযোগিতা করায় ওই উপজেলায় জাতীয় পার্টির মাঝে প্রাণ ফিরে এসেছে। তবে এ বিষয়ে মোস্তফা সেলিম বেঙ্গলের সাথে যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে হাতীবান্ধা উপজেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জাতীয় পার্টির সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, যারা দল থেকে চলে গেছেন তারা আবারও দলে ফিরে আসছেন। ওই সব নেতা দলের চেয়ারম্যান গোলাম মোহাম্ম কাদেরের (জি এম কাদের) সাথে যোগাযোগ রাখছেন। আর একটু অপেক্ষা করেন লালমনির জেলায় জাতীয় পার্টির চমক দেখতে পাবেন।
লালমনিরহাট জেলা জাতীয় পার্টির (জাপা) সদস্য সচিব সেকেন্দার আলী বলেন, যারা দল ত্যাগ করে চলে গেছেন তারা আবারও একে একে দলে ফিরে আসছেন। হাতীবান্ধার সাবেক জাপা নেতারা ইতোমধ্যে দলের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছেন। লালমনিরহাট-২ আসনে দলের কেন্দ্রীয় সদস্য মোস্তফা সেলিম বেঙ্গল দলকে বিভিন্ন ভাবে সহযোগিতাও করছেন। দল গোছানো শুরু হয়ে গেছে আর অল্প কিছুদিনের মধ্যে এ জেলায় জাতীয় পার্টি আবারও তার পুরনো প্রান ফিরে পাবে।