বাগেরহাট জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে মোল্লাহাট উপজেলা আ.লীগের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ.লীগ সভাপতি কালিপদ বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানার সঞ্চালনায় শনিবার সকালে উপজেলা আ.লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, আ.লীগ নেতা আল-আমীন সিকদার, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, অধ্যক্ষ এল জাকির হোসেন, আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবীর, মোঃ ফারুক হোসেন মোল্লা, চৌধূরী মনিরুজ্জামান মিনু, মোঃ জিকরুল আলম মিয়া, হাসান মোল্লা হায়দার, মোঃ নাসির সিকদার, সাইকুল সিকদার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধূরী, আ.লীগ নেতা আবুল বাশার মোল্লা, শেখ শহিদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, সিকদার মফিজুল ইসলাম ও সাংবাদিক মোঃ মনিরুজ্জামান মোল্লা প্রমূখ।