আজ শনিবার দুপুরে ফরিদপুরের মধুখালীতে হাজী আব্দুর রহমান আব্দুল করিম ডিগ্রী কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষের বিরদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১২ টায় মধুখালী প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল এর সঞ্চালনায় প্রেসক্লাব মিলনায়তনে হাজী আব্দুর রহমান আব্দুল করিম ডিগ্রী কলেজের শিক্ষক কর্মচারীর ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের সহকারী অধ্যাপক কাজি জাহিদুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ মো. মাহাবুবুর রহমানের বিরুদ্ধে কলেজের বিভিন্ন অন্যায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন এবং কলেজ ক্যম্পাসে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। এ সময় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলী আহমেদ শেখ, সহকারী অধ্যাপক কাজী কামাল হোসেন, সহকারী অধ্যাপক সুজিত কুমার বালা সহ কলেজের প্রায় অর্ধশতাধিক শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।