বাগেরহাটের চিতলমারীতে বিয়ের ৬ মাসপর স্ত্রীকে একাফেলে স¦ামী লাপাত্তা হয়ে বাবা-মাকে দিয়ে যৌতুকের জন্য স্ত্রীকে নানা প্রকার হুমকির অভিযোগ উঠছে। নিরুদ্দেশ ওইস্বামী ও তার পরিবারের চাহিদা মত টাকা দিতে না পারায় বাবার বাড়ীতে মানবেতর দিন কাটছে বলে জানাগেছে।আর এঘটনাটি ঘটেছে উপজেলার বেতিবুরিয়া গ্রামে।
জানাগেছে, ওই গ্রামের আসাদ বেপাররি ছেলে রাসেল বেপারী (৩০) সাথে একই গ্রামের ইছাক কাজীর মেয়ে সাজেদা খাতুনের সাথে ২০১৭ সালের ১২ এপ্রিল ১০ হাজার টাকা নগতে এবং ১লক্ষ ৯০হাজার টাকা দেন মোহরে মুসীলম সরিহা মতে বিবাহ হয়।
বিবাহের পর স্ত্রী সাজেদাকে নিয়ে ঢাকার গাজীপুরের জিরানী এলাকায় বাসা ভাড়া নিয়ে প্রায় ৬ মাস ধরে কস্মেটিকের ব্যবসা করার পর আকস্মিক ভাবে রাসেল ¯ী¿কে ফেলে গা-ঢাকা দেয়।
এঅবস্থায় সাজেদা তার খোঁজ-খবর না পেয়ে বাড়ীতে চলে এসে ঘটনাটি শ্বশুর-শ্বশুড়ীও মা-বাবাকে জানালে শ্বশুরও শ্বাশুড়ী তার ছেলে নিখোঁজের দোশ দিয়ে পুত্রবধুর বাবার কাছে দেড়লক্ষ টাকা যৌতুক দাবি করে এবং ছেলের সাথে সখ্যতা বজায় রাখে। প্রতিনিয়ত টাকার চাপও হুমকির মুখে এরপর সাজেদা আদালতে যৌতুক আইনে মামলা দায়ের করেন।
দায়েরকৃত মামলাটি তুলে নিতে স্বামীর পক্ষের লোকজন বর্তমান মারমুখী অবস্থানে যাবার উপক্রম হয়েছে। এ হুমকিতে পরিবারটি মানবেতর জীবন কাটাচ্ছেন বলে জানা গেছে।
সাজেদা বলেন আমাদের মাঝে প্রেমের সম্পর্ক ছিলো; এটা জেনেশুনে উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে আমাদের বিবাহ হয়। তা সত্বেও কেন তারা আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে? আমার কাছ থেকে আমার স্বামীকে কেন ২বছর যাবত দুরে সরিয়ে রাখা হচ্ছে? আমি এর সুষ্ঠ বিচার চাই।