৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৯ উদ্যাপন উপলক্ষ্যে দাকোপে দুই দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিষ্পিয়াডের উদ্বোধন হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ এ মেলার উদ্বোধন করেন। মেলায় চালনা এম এম কলেজ, চালনা কে,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, চালনা কলেজ, মোহাম্মাদ আলী মাধ্যমিক বিদ্যালয়, কৈলাশগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, লাউডোব বাদামতলা মাধ্যমিক বিদ্যালয়, বাজুয়া এস এন কলেজ, বটবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে ষ্টল প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বৈদ্য, চালনা এম এম কলেজের প্রদর্শক হেমন্ত রায়, কৈলাশগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমারেশ কুমার মন্ডল, দেবাশীষ রায়, প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, ল্যাব সহকারী অজিবর রহমান। ক্ষুদে বিজ্ঞানীদের মধ্যে উপস্থিত ছিলেন শামীমা আকতার শান্তা, শাহানা আকতার মীম, ফারদিন হাসান খান, আবিদ শাহরিয়ার, মাসকাওয়াত হাসান, অর্ঘ জোয়াদ্দার প্রমুখ।