৪শ ২৮ কোটি ৫৫ লাখ ৬০হাজার টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের ২০১৯-২০২০ অর্থ বছরের ৪৪তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় কেইন ক্যারিয়ারে আখ নিক্ষেপনের মধ্য দিয়ে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন বুলবুল।
এর আগে কারখানা প্রাঙ্গনে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল বারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাংসদ মো. মনজুর হোসেন বুলবুল। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজল বসু, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ শরিফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।
উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, জেলা পরিষদ সদস্য আহসানুজ্জামান আজাউল, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য মনোজ সাহা, ডায়াবেটিক সমিতির সভাপতি আবু সাঈদ মিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম সহ চিনিকলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আখচাষীবৃন্দ।
চিনিকল সূত্রে জানা গেছে, চলতি ২০১৯-২০২০ মাড়াই মৌসুমে ৭৭ কার্য দিবসে ৭৮ হাজার মেঃ টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৭.৫ ভাগ।
গত ২০১৮-১৯ আখ মাড়াই মৌসুমে মিলটি ১০৩ কার্য দিবসে ১ লক্ষ ৮ হাজার ৪ শত ২৩ মেঃ টন আখ মাড়াই করে ৮ হাজার ১ শত ৩১ মেঃ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। চিনি আহরণের হার ধরা হয়েছিল শতকরা ৭.৫ ভাগ।
কিন্তু মাত্র ৬৭ কার্য দিবসে ৬২ হাজার ৪’শ ৬৩ মেট্রিক টন আখ মাড়াই করে মাত্র ৩হাজার ৪’শ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়। আর চিনি আহরনের হার ছিল শতকরা মাত্র ৫.৬০ ভাগ।
সূত্র জানায়, গত ২০১৮-১৯ আখ মাড়াই মৌসুমে মিলটিকে ৭০ কোটি ৩৯ লাখ ২৪ হাজার টাকা লোকসান গুনতে হয়। এ ছাড়া গত ৪৩ আখ মাড়াই মৌসুমে মোট ৪শ ২৮ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকা লোকসান হয়েছে।
ফরিদপুর চিনিকলে মোট ৪ হাজার ৮শ ৯২ জন আখ চাষী রয়েছে। ২০১৯-২০ মৌসুমে ১০ হাজার একর জমিতে আখ রোপন করা হয়। এদিকে মিলটি চলতি বছর ৪ হাজার ৪শ ৩৩ জন চাষীর মাঝে ৩ কোটি ৬৯ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।