টঙ্গীর ভাদাম এলাকার এ্যাননটেক্স গ্রুপের স্পিনিং মিলে অগ্নিকান্ডের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। গাসিক মেয়র মো. জাহাঙ্গীর আলমের নির্দেশে টঙ্গী জোন-১ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম সোহরাব হোসেনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন-গাজীপুর সিটি করপোরেশন জোন-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবিএম সিদ্দিকুর রহমান ও এক্সিকিউটিভ প্রকৌশলী (বিদ্যুৎ) মো. ইব্রাহিম খলিল।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম সোহরাব হোসেন বলেন, শুক্রবার সকালে তদন্ত কমিটির তিন কার্যদিবসের প্রথম দিনে কারখানার এডমিন ম্যানেজার মো. ইব্রাহিমকে সাথে নিয়ে পরিদর্শন করা হয়েছে। তদন্ত কমিটি তিনদিনের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করবে। কমিটির কার্যপরিধির মধ্যে আগুন লাগার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতি নিরুপণ, নিয়ম ও বিধি অনুযায়ী কারখানা নির্মিত হয়েছে কিনা সে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকাল সোয়া ৪ টায় ভাদাম এলাকায় এ্যাননটেক্স গ্রুপের লামিসা সুপ্রভ স্পিনিং মিলের ভিতরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রায় ৩ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।