৬ডিসেম্বর সংবিধান সংরক্ষন দিবস উপলক্ষে নোয়াখালী জেলা জাতীয় পাটির উদ্যেগে এক আলোচনা সভা শুক্রবার দুপুরে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা কৃষকপার্টির সভাপতি মো. খোরশেদ আলম ফারুকের সভাপতিত্বে এবং জেলা জাতীয় পার্টির সদস্য আবুল হাশেমের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ন সাংগঠনিক সম্পাদক সাংবাদিক একে এম শাহজাহান কচি, জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন খালেদ, জেলা যুব সংহতির সভাপতি আমির হোসেন রহিম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন লিটন,জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব এমএ মতিন, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক সিরাজুল হক সিরাজ ,জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির সদস্য সচিব শেখ আবদুল্লাহ স্বপন , জেলা জাতীয় পার্টির ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ইমন। এসময় উপস্থিত ছিলেন ,জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক আলী হোসেন ,জেলা ছাত্র সমাজের যুগ্ন আহবায়ক আলা- উদ্দিন রাসেল,ইসমাইল হোসেন সোহাগসহ জেলার সকল উপজেলা,পৌরসভাও অঙ্গ -সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তাগন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় পার্টির জেলা সভাপতি সালাহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ মিঠুর নেতৃত্বে এক কাতারে সামিল হয়ে নোয়াখালী জেলা জাতীয় পার্টিকে শক্তিশালী করার আহবান জানান ।পরে একটি মিছিল প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।