খুলনার পাইকগাছায় একই পরিবারের তিন জন মরণব্যাধী ক্যান্সার ও ব্রেণ টিউমারে আক্রান্ত হয়েছে। এই দরিদ্র অসহায় পরিবারটি মানবেতর জীবন যাপন করছে। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে গিয়ে হিমশিম খাচ্ছে ওই পরিবারটি। অসহায় ওই ক্যান্সার ও ব্রেন টিউমারে আক্রান্ত পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী সহ সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সাহায্যের জন্য মানবিক আবেদন জানিয়েছেন।
জানাগেছে, পাইকগাছা পৌরসভায় ২নং ওয়ার্ড গোপালপুর গ্রামের মাদার চন্দ্র দাশের ছেলে বাসুদেব দাশ (৩৩) ও একই পরিবারের প্রহ্লাদ দাশের মেয়ে অয়া দাশ অনুষ্কা (৩) ক্যান্সারে এবং রাম চন্দ্র দাশের স্ত্রী বাসন্তী রানী দাশ (৪০) দীর্ঘদিন ব্রেন টিউমারের মত মরণব্যাধী রোগে ভুগছে। ইতোমধ্যে তাদেরকে ভারত সহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা প্রদান করা হয়েছে। চিকিৎসা প্রদান করতে গিয়ে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে চিকিৎসা করার পরামর্শ দিয়েছেন।
হতদরিদ্র মাদার চন্দ্র দাশ জানান, এমনিতেই অভাব অনটনের কারণে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে একটি পরিবারের তিন জন মরণব্যাধী ক্যান্সারের চিকিৎসার জন্য যে অর্থের প্রয়োজন তা যোগাড় করা আমার মতো দরিদ্র পরিবারের পক্ষে কোনো ভাবেই সম্ভব নয়। তাদের অপারেশন ও চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন হবে বলে চিকিৎসকরা জানিয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা করাতে গিয়ে যেখানে হিমশিম খেতে হয় সেখানে বিপুল পরিমাণ এ অর্থ যোগাড় করা অনেক কঠিন।
এ জন্য বেঁচে থাকার আকুতি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সহযোগিতার মানবিক সাহায্যের আবেদন করেছেন শয্যাশায়ী মরণব্যাধী রোগে আক্রান্তরা।
সাহায্য পাঠাবার ঠিকানা বাসুদেব দাশ সঞ্চয়ী হিসাব নম্বর-০৪৩১৩৩০০০৩৩৭৬, বাসন্তী রানী দাশ হিসাব নং-০৪৩১৩৪০০৩৯৩৬৮ ও প্রহ্লাদ কুমার দাশ যার হিসাব নং-১৩৪০০০০০২৩১২৪ সোস্যাল ইসলামি ব্যাংক পাইকগাছা শাখা, খুলনা।