ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কেয়ট খালি এলাকায় আজ সকাল ১০ টার দিকে সড়ক দুর্ঘটনায় চাচা নিহত ও ভাতিজা আহত হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতের সাথে কথা বলে জানা যায়, ঢাকা থেকে মাওয়া গামি একটি গাংচিল পরিবহন ঢাকা মেট্র- জ ০৪-০২৬৯ যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে তাদেরকে ধাক্কা দিলে এতে ঘটনাস্থলে মারা যায় নিতাই কর। আহত হয় তার ভাতিজা সাগর কর।
ঘটনার পড়েই শ্রীনগর ফায়ার সার্ভিস টিম ও হাইওয়ে পুলিশের সহ যোগিতায় আহত কে উদ্ধার করে নিমতলা হাসপাতালে পাঠায়। অবস্থা অশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়েছেন।