ঢাকা-মাওয়া মহাসড়কে মাওয়া গামী গাংচিল পরিবহনের (ঢাকা মেট্রো জ-০৪ ০২৬৯) একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে রাস্তার উল্টো দিকে এসে দুই যাত্রীকে চাপা দেয়। এতে করে উপজেলার ছয়গাঁও এলাকার বাসিন্দা নিতাই কড় (৬৫) ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত সাগর কড় (২২) কে উদ্ধার করে নিমতলার একটি হাসপাতালে পাঠানো হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা হাসপাতালে প্রেরন করা হয়। নিতাই কড় ও সাগর কড় সর্ম্পকে চাচা-ভাতিজা। শুক্রবার সকাল ১০ টার দিকে শ্রীনগর উপজেলার কেয়টখাীতে এ ঘটনা ঘটে। এ সময় বাসটি সড়কের সড়কদ্বীপের ওপরে উঠে যায়।
স্থানীয়রা জানায়, বেপরোয়া গতির বাসটি রাস্তার উল্টো দিকে এসে তাদের চাপা দেয়। তারা ঢাকায় যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিল। এতে করে নিতাই কড় ঘটনাস্থলেই নিহত হয়। তার ভাতিজা সাগর কড়কে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে বৃদ্ধ নিতাই কড়ের লাশ উদ্ধার করা হয়। আহত সাগরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মো. আবদুল বাছেদ জানান, চলকসহ বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।