বনাঢ্য আযোজনের মধ্য দিয়ে ৬ ডিসেম্বর ফেনী পাক-হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান-হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদর বাহিনীকে হটিয়ে ফেনীকে স্বাধীন ঘোষণা করা হয়।
মুক্ত দিবস উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,ফেনী ইউনিট কমান্ড এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষে।
জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী।
এসময় উপস্থিত ছিলেন ফেনী অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান,পৌর মেয়র হাজী আলাউদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকে এম এনামুল করিম,জেলা আওয়ামী লীগের সভাপতি আক্রামুজ্জামান,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম,সহ প্রশাসনের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।