এসএ গেমসে দিন শুরু হয়েছে রুপার পদক দিয়ে। কাঠমান্ডুর সাতদোবাতো উশু কমপ্লেক্সে রুপা জিতেছেন বাংলাদেশের মর্জিনা আক্তার। ফাইনালে মর্জিনা হেরেছেন ভারতীয় প্রতিযোগির কাছে। উশুর এই ইভেন্টটির নাম বেশ বিচিত্রÑনানচুয়ান নান-দান। এবারের এসএ গেমসে এই উশুতেই এসেছে আরও একটি রুপার পদক। সেটি জিতেছেন ওমর ফারুক। সে ইভেন্টের নামও বিচিত্রÑচাংচুয়ান। আরও একটি পদকের জন্য লড়বেন সজীব হোসেন। ব্রোঞ্জ জিতেছেন মিলন আলী, রকিব খন্দকার, লিটন আলী, সেলিম আহমেদ, সাকি আক্তার, রিতা বিশ্বাস ও বাসনা খন্দকার। সবমিলিয়ে পর্যন্ত এবারের এসএ গেমসে বাংলাদেশের অর্জন ৪ সোনা, ৯ রুপা ও ৩১ ব্রোঞ্জ।