কুষ্টিয়া দৌলতপুরে বুধবার দুপুর ১২টায় দৌলতপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্যালয় মিলনায়তনে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাড ভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাশিরা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাক্কির আহমেদ, সোনালী খাতুন আলেয়া, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ অরবিন্দুপাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সর্দার আব্দুস সালেক, ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী একতেয়ার আলী জোয়ার্দ্দার, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন)।