কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা ধান সংগ্রহ মনিটরিং কমিটির উদ্যোগে ২০১৯/২০২০ সালে আমন ধান সংগ্রহের লক্ষে কৃষক নির্বাচনের লটারী অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বুধবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে এ লটারী আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন। এ সময় উপস্থিত ছিলের উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাক্কির আহমেদ, সোনালী খাতুন আলেয়া, উপজেলা খাদ্য কর্মকর্তা এ.কে.এম কামরুজ্জামান, ওসি.এল.এস.ডি মোঃ ইকবাল হোসেন। আয়োজিত লটারীতে উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ইউ,পি চেয়ারম্যান সহ ১৪ ইউনিয়নের আমন ধান চাষীগণ।