শুক্রবার ঝিনাইদহ কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলে ৫৩তম মাড়াই শুরু হতে যাচ্ছে। এ বছর ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আখ মাড়াই হবে। ২০১৯/২০২০ আখ মাড়াই মৌসুমের মাড়াই লক্ষমাত্রা সামনে নিয়ে চিনিকলের কারখানা বিভাগের মোরামত ও সংস্কার কাজ সমাপ্ত হয়েছে। এবছর মাড়াই মৌসুম শুরুর পর চিনিকরটিতে যাতে ঘনঘন যান্ত্রিক ত্রুটি কারণে ইক্ষু মাড়াই ব্যাহত না হয় সে জন্য মিলের ব্যবস্থাপনা পরিচালক, প্রকৌশলী আনোয়ার কবির ও সিবিএ নেতৃবৃন্দ কারখানার মোরামত কাজ তদারকি রেখেছেন। এবার মাড়াইকৃত ইক্ষু থেকে গড় চিনি আহরনের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ৮ শতাংশ। গত বছর মাড়াই মৌসুমে চিনি কলের গড় চিনি আহরনের পরিমান ছিল ৫.৬৮ শতাংশ। এবার মোবারকগঞ্জ চিনি কলটি ১০০ কার্যদিবস চলবে বলে কর্তৃপক্ষ আশাবাদ ব্যাক্ত করেছেন। এবার মোচিকের ৮ টি সাবজোনের অধিনে কৃষকদের ক্ষেতের আখের ফলন ভাল হবে বলে তারা আশা করছেন। আজ শুক্রবার বিকাল ৪ টায় প্রধান অতিথি ঝিনাইদহ ১ আসনের আব্দুল হাই এমপি মিলের ডোঙ্গায় আখ ফেলে মাড়াই উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন, ঝিনাইদহ ২ আসনের এমপি তাহজীব আলম সিদ্দীকি, ঝিনাইদহ ৩ আসনের এমপি শফিকুল আজম খান, ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার, খালেদা খানম এমপি (মহিলা সংরক্ষিত), আব্দুল মান্নান সভাপতি কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, জাহাঙ্গীর সিদ্দীকি ঠান্ডু উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র আশরাফুল আলম প্রমুখ।
এদিকে মাঠ পর্যায়ের কৃষকের জমিতে রোপনকৃত হালমুড়ি আখ ১১ হাজার একর উৎপাদন ও রোপনের লক্ষমাত্রা সামনে নিয়ে চিনি কলের কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিরা গত ১ সেপ্টেম্বর হতে এসটিপি চারা প্রদানের মধ্যদিয়ে আখ উৎপাদন কাজের শুভ সুচনা করেছেন। নির্ধারিত ১১ হাজার একর জমিতে আখ উৎপাদন লক্ষমার্ত্রার মধ্যে রয়েছে কৃষকদের লোনে ৫ হাজার ৩০৮ একর হাল এবং ৩ হাজার ৫শত একর মুড়ি আখ। বাকি লোন মুক্ত রয়েছে হাল আখ ১ হাজার এবং মুড়ি আখ রয়েছে ৫ শত একর। মিলটির সিবিএ সভাপতি গোলাম রসুল বলেন, আসন্ন মাড়াই মৌসুমে আখ চাষিদের বিক্রিত আখের মুল্য এবছর সাথে সাথে প্রদান এবং বীজ ও সার সরবরাহ করা হবে। তিনি আর ও বলেন, মোচিকে আখ মাড়াই কালীন সময়ে যাতে চিনিকলটি ব্রেক ডাউন কম হয় সে জন্য কারখানার যন্ত্রাংশ ভালভাবে মেরামত করা হয়েছে ।