গাজীপুরের কাপাসিয়ায় ৪ নভেম্বর বুধবার ‘মাতৃমৃত্যু মুক্ত কাপাসিয়া মডেল’ কার্যক্রমের দুই বছর পূর্তি; অগ্রগতি, সাফল্য ও সীমাবদ্ধতা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জন প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিত,ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অর্ধ দিবসের এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিমের পরিচালনায় কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব পারভেজ হাসান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. জুল কাউছার, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম আজাদ, গাজীপুরের উপপরিচালক লাইজু সামসাদ হক, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সালাম সরকার প্রমুখ।
উল্লেখ্য,২০১৭ সালের ৪ ডিসেম্বর নিরাপদ প্রসব সেবা প্রদানের লক্ষ্যে কাপাসিয়া উপজেলাকে মাতৃমৃত্যু মুক্ত ঘোষণা করা হয় এবং উপজেলার সকল গর্ভবতী মা ও শিশুকে ডিজিটাল সেবার আওতায় নিয়ে আসার কর্মসূচি গ্রহণ করা হয়।