দাকোপে উপজেলা ভিত্তিক বিভিন্ন নারী সংগঠনের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে সিবিওস কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় দাকোপ উপজেলা কৃষি ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। বেসরকারী সংস্থা খ্রীষ্টান এইড এর অর্থায়নে সভায় বক্তৃতা করেন দাকোপ উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, নবযাত্রা প্রকল্পের স্বপ্না রানী নাগ, কাউন্সিলর দেবাশীষ ঢালী, নারী সংগঠন এ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ডেভালপমেন্ট এন্ড ডিসট্রেস্ড ওয়েল ফেয়ারের সভানেত্রী লিপিকা বৈরাগী, বাজুয়া নারী বিকাশ কেন্দ্রের সভানেত্রী দান কুমারী, ভরসা সমবায় সমিতি লিমিটেডর সভানেত্রী বনানী মন্ডল, বানীশান্তা নারী বিকাশ কেন্দ্রের সভানেত্রী কমলা গাইন, কামারখোলা সুতারখালী দরিদ্র মহিলা উন্নয়ন সংগঠনের সভানেত্রী হিমানী মিস্ত্রি, কনিকা মন্ডল, মিনতি মন্ডল, কনিকা মিস্ত্রি, বনানী রায়, দেবলা গাইন, ছন্দা রানী, সোহাগ হোসেন, পরিমাল রায়সহ খ্রীষ্টান এইড ও ইউএন ওম্যান কর্তৃক বাছাইকৃত বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ।