“অভিগম্য আগামীর পথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে ২৮ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝাউগড়া আঞ্জুমনোয়ারা ফারুক অটিস্টিক ও প্রতিবন্ধি বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
দিনব্যাপী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম রুশো এর নেতৃত্বে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে ঝাউগড়া বাজার প্রদক্ষিণ করে আবারও বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক খাইরুল ইসলাম রুশোসহ আরও অনেকে। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসাইন সুজন,আনন্দ মাহমুদ, মোরশেদা বেগম, জাইমা খাতুন, আফনি জান্নাতসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।