দীর্ঘ চার বছর পর বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজাপুর উপজেলা পরিষদ চত্ত্বরে দলীয় ও জাতীয় পতাকা এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সম্মেলনে প্রধান অতিরি বক্তব্যে আমিন হোসেন আমু বলেন, হাইব্রিড ও নৌকার বিরোধীতাকারীদের আ’লীগে স্থানে নেই। তৃনমূল নেতাকর্মীদের মূল্যায়ন ও কর্মীবান্ধব নেতাদেরই নেতৃত্বে স্থান পাবেন। তৃনমূলের সমবেতই প্রমান করে তাদের কতটা গুরুত্ব দেয়া হচ্ছে। সম্মেলনে সভাপতিত্ব করেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন। দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজকে সভাপতি, আফরোজা আক্তার লাইজুকে সিনিয়র সহ সভাপতি ও জিয়া হায়দার খান লিটনকে সাধারণ সম্পাদক করে উপজেলা আ’লীগের কমিটি ঘোষণা করা হয়। সন্মেলনে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনীর, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির, সঞ্জীব কুমার বিশ^াস, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, জাকির হোসেন, নাসির মৃধা প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রাজাপুর উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির সম্বনয় নুরুল আমিন খান সুরুজ। সমাবেশকে ঘিরে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগসহ তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে।