কয়রা সদরে মায়ের দোয়া ডিজিটাল ডায়গনষ্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় মায়ের দোয়া ডিজিটাল ডায়গনষ্টিক সেন্টারের উদ্বোধন করেন কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কোমলেশ চন্দ্র সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির,কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সরদার হারুন অর রশিদ,আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মায়ের দোয়া ডিজিটাল ডায়গনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এস এম বাহারুল ইসলাম, ডাঃ নিয়াজ মাহমুদ ফয়সাল, উপজেলা শ্রমীকলীগের সভাপতি মাষ্টার আঃ হালিম, মায়ের দোয়া ডিজিটাল ডায়গনষ্টিক সেন্টারের সহকারি পরিচালক ও উপজেলা শ্রমীকলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, মোক্তার হোসেন, ডায়গনষ্টিক সেন্টারের ম্যানেজার খাদিমুল ইসলাম, শ্রমীকলীগ নেতা অমিত মন্ডল, ডাঃ সুরাত আলী, কামরুজ্জামান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, গ্রাম্য চিকিৎসক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।