‘হাসি আনন্দ উচ্চলতায় ভরে উঠুক প্রতিটি শিশুর জীবন’ এমন শ্লোগানে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে আধুনিকতার ছোঁয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের ফ্যাশন শো। এতে শুরুতেই বাহারি রঙের পোশাকে র্যাম্পে হাঁটেন সুবিধাবঞ্চিত শিশুরা। এমন সময় ফুটে উঠে ফ্যাশনে জীবনের জয়গান। বুধবার রাতে নগরীর বহদ্দারহাটস্থ আর.বি কনভেশন হলের উদ্যোগে উক্ত ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এতে আর.বি কনভেশন হলের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রায়না রেজার জন্মদিনে এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ হামিদ, বাংলাদেশ ইভেন্টেসর সিইও জসীম উদ্দিন। অনুষ্ঠান সহযোগিতায় ছিল চাউল্ড স্মাইল ফাউন্ডেশন ও চট্টলকুঁড়ি। আলমগীর হোসেন আলোর কোরিওগ্রাফিতে অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে স্টার ফেয়ার ফ্যাশন ও ড্যান্স ইন্সিটিটিউটের মডেলরা র্যাম্প শোতে অংশ নেন। আর.বি কনভেশন হলের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা যদি আমাদের পাশের সুবিধাবঞ্চিত মানুষগুলোকে নিয়ে একটু ভাবি, তাদের নিয়ে একটু কাজ করি, তবেই আমরা সুন্দর সমাজ বির্নিমাণ করতে পারব। আমাদের খুব বড় বড় চিন্তা করার দরকার নেই। ছোট চিন্তাগুলো সম্মিলিত প্রচেষ্টায় অনেক বড় সাফল্য নিয়ে আসে। আমাদের উচিত আশপাশের মানুষগুলোর মনকে জাগিয়ে দেওয়া। পাশাপাশি নিজেরাও দুস্থ্য-অসহায় মানুষের কল্যাণে কাজ করা।'